সাভারে সোহেল হোসেন নামে এক সাপুড়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে পোড়া বাড়ির বেদে পল্লী থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোহেল পোড়া বাড়ি এলাকার নুর হোসেনের ছেলে। সে পেশায় সাপুরে ছিল।
সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির জানান, রাতে সোহেলকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থান মারা যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার