বরিশালে পৃথক দু’টি অভিযানে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রবিবার দিবাগত রাতে নগরের কোতোয়ালি মডেল ও কাউনিয়া থানাধীন এলাকায় এ অভিযান দু’টি চালানো হয়।
আটককৃতরা হলেন- নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলী এলাকার মৃত নূর মোহাম্মদ শিকদারের ছেলে মো. জুয়েল সিকদার (২৬) ও ৫ নম্বর ওয়ার্ড পলাশপুর এলাকার স্বপন হাওলাদারের ছেলে আরিফ হোসেন (২৪)।
১০ এপিবিএন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এপিবিএনের পরিদর্শক (নি.) মো. সোহাগ রানার নেতৃত্বে অভিযানে নগরের সাগরদী ব্রিজ সংলগ্ন হোটেল মূন (আবাসিক) এর দোতলার সিঁড়ির ওপর থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েলকে আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অপর অভিযানে নগরের কাউনিয়া প্রধান সড়কের শফি মঞ্জিলের সামনে থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফকে আটক করা হয়। এ ঘটনায় কাউনিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/২ অক্টোবর ২০১৭/হিমেল