ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। রবিবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গিরহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।এসময় আরো ৬ জন আহত হয়। আহতদের মধ্যে ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। এদের সবার বাড়ি বগুড়ার শেরপুরে বলে জানা গেছে।
বড়দড়গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২ অক্টোবর ২০১৭/হিমেল