চুয়াডাঙ্গা সদর উপজেলার খাসপাড়া গ্রামে রিপন সরকার (২৭) নামের এক পুকুর পাহারাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত গভীর রাতে পুকুর পাহারা দিয়ে বাড়ি ফেরার সময় তাকে তুলে নিয়ে হত্যা করা হয়। সে একই গ্রামের মোতালেব সরকারের ছেলে। সোমবার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দিয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, রবিবার গভীর রাতে খাসপাড়া গ্রামের মোস্তফা মন্ডলের পুকুর পাহারা শেষে রিপন সরকার বাড়ি ফিরছিলো। পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে গ্রামের অপর একটি পুকুরে জাগ (পঁচানো) দেয়া পাটের নিয়ে চাপা দিয়ে রাখে। রাতে বাড়ি না ফেরায় সোমবার সকালে রিপনকে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে পানিতে তার লাশ দেখতে পায় এলাকাবাসী।
ওসি আরো জানান, রিপনকে কারা এবং কেন হত্যা করেছে তা এখনও জানা যায়নি। তবে এলাকাবাসীর ধারণা, পূর্ব শত্রুতার কারণে তাকে হত্যা করা হতে পারে।
বিডি প্রতিদিন/২ অক্টোবর ২০১৭/হিমেল