সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূর সাঈদ সরকার (৭০) ইন্তেকাল করেছেন। রবিবার দিবাগত রাত ১২টার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্ট থাকাবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার বিকেল তিনটায় ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ে নামাজে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হবে।
নিহতের ভাগিনা আব্দুল্লাহ সরকার জানান, রবিবার সন্ধ্যার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে দ্রুত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই রাত ১২টার দিকে তিনি মারা যান। ১৯৭৮ সালে তিনি বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। এরপর তিনি রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। রায়গঞ্জ পৌরসভার প্রথম প্রশাসকও ছিলেন তিনি। এছাড়াও ধানগড়া বাজার বণিক সমিতির সভাপতি, স্বরণিকা সমিতির সভাপতি, সরকারি বেগম নুরুননাহার তর্কবাগিশ কলেজের ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তিনি। তার মৃত্যুতে বিএনপি ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিডি-প্রতিদিন/০২ অক্টোবর, ২০১৭/মাহবুব