নওগাঁর মহাদেবপুর উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম মিতু বেগম (৪০)।
সোমবার ভোরে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তিনি মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস ছাত্তার নান্নুর স্ত্রী।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মিতু মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস ছাত্তার নান্নুর স্ত্রী। তারা মহাদেবপুর দুলালপাড়ার বাসিন্দা। আজ আনুমানিক ভোর ৪ টার দিক পরিবারের লোকজন মিতুর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তারা থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে সকাল ৯টা পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ১ অক্টোবর, ২০১৭/ তাফসীর