গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত সেই বৃদ্ধের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
রবিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নয়নপুর এলাকায় ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পর রাত ৩টার দিকে তিনি মারা প্রাইভেটকারটি আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১ অক্টোবর, ২০১৭/ তাফসীর