রোহিঙ্গা মুসলমানদের উপর মিয়ানমার সরকারের বর্বরোচিত নির্যাতন ও নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদ ও রোহিঙ্গাদের রাষ্ট্রীয় অধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার সকালে ওলামা পরিষদের উদ্যোগে উপজেলার মুকুন্দগাতী-চালাবাসষ্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। ওলামা পরিষদের সভাপতি মাও. হাফেজ জালাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুহিবউল্লাহ, ওলামা পরিষদের সাধারন সম্পাদক মাওলানা আব্দুস সামাদ, মাওলানা রেজাউল করিম, মাওলানা আবু সাইদ, মাওলানা আব্দুল হাকিম ও জহুরুল ইসলাম। কর্মসূচিতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/২ অক্টোবর ২০১৭/হিমেল