হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ভানুদেব গ্রামে বাসচাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত সেই ব্যক্তির নাম মতাই মিয়া (৫৫) ।
সোমবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে মতাইয়ের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নবীগঞ্জের গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী সাগরিকা নামে একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মতাইয়ের মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর স্থানীয় জনতা মহাসড়কে অবরোধ করলে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
বিডি-প্রতিদিন/ ১ অক্টোবর, ২০১৭/ তাফসীর