টাঙ্গাইলের সখীপুর থেকে অপহরণের পর সিনথিয়া (৩) নামের এক শিশুকে সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, আল-আমিন (৩০), সাইফুল (২২) ও হারুন মিয়া (২৫)।
শনিবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের আতিয়াপাড়া গ্রাম থেকে ওই শিশুকে অপহরণ করে আলামিন। সিনথিয়া ওই এলাকার সাউথ আফ্রিকা প্রবাসী শাহাদাত হোসনের একমাত্র মেয়ে।
এ ঘটনায় ওই শিশুটির চাচা মো. রেজাউল করিম শনিবার রাতে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। শিশুটির পরিবার ও থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে পোল্ট্রি খামারের কর্মচারী আল আমিন পাশের একটি দোকানে 'মজা' কিনে দেওয়ার কথা বলে সিনথিয়াকে নিয়ে যায়। তাকে নিয়ে বাড়িতে ফিরে না আসায় সকলের সন্দেহ হয়।
শিশুটির চাচা মো.রেজাউল করিম জানান, গত দেড় মাস আগে ওই বাড়ির পোল্ট্রি খামারে কাজ করার জন্য সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার কালাগড় এলাকার আল আমিনকে কর্মচারি হিসেবে রাখা হয়। শনিবার দুপুর থেকে শিশু সিনথিয়াসহ কর্মচারী আল আমিনকে পাওয়া যাচ্ছে না। পরিবারের অভিযোগ খামারের কর্মচারী আল আমিনই সিনথিয়াকে অপহরণ করে নিয়ে গেছে। একমাত্র সন্তানের অপহরণের ঘটনায় মা আফরোজা বেগম বাকরুদ্ধ হয়ে পড়েন। এ দিকে অপহরণের পরের দিন রবিবার সকালে পাশের এলাকার অপর একটি পোল্ট্রি খামারের কর্মচারী সাইফুল ইসলামকে আটক করে রাখে এলাকাবাসী। সাইফুলের বাড়িও সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাকছুদুল আলম বলেন, অপহরণের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়। গতরাতে সিনথিয়াকে সুনামগঞ্জ থেকে উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/২ অক্টোবর ২০১৭/হিমেল