বাদ্যের তালে তালে আর বাশির সুরে একে একে ঝুড়ি ও হাড়ি থেকে বের হয়ে আসে গোখরাসহ বিভিন্ন প্রজাতির বিষধর সাপ। পালা গানসহ বিভিন্ন গানের সাথে বাদ্যের তালে সাপুড়েকে নিজে নাচতে হয় আর সাথে ফনা তুলে সাপও বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে।
সাপুড়ের ইশারায় সাপের এই অঙ্গ ভঙ্গি প্রদর্শন মানুষকে দেয় অনাবিল আনন্দ। বিষধর সাপকে বসে আনা মানুষের কাছে চিরকালই আকর্ষণীয়। তারওপর যদি একের পর এক প্রদর্শন করা হয় বিষধর সাপের নানা কৌশলের খেলা তাহলে তো কথাই নেই। এমনই এক ঝাপান খেলা (সাপ খেলা) অনুষ্ঠিত হল ঝিনাইদহের শৈলকুপায়।
প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ৫টি সাপুড়ে গ্রুপ অংশগ্রহণ করেন। এ উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের কেশনগর ঋষিপাড়ায় গ্রামে ছোট আকারের মেলা বসে। খেলা উপভোগ করতে ঝিনাইদহ, কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকার নারী-পুরুষ-শিশু-বৃদ্ধরা উপস্থিত হন। আর খেলাকে ঘিরে এখানে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
খেলার আয়োজক কমিটি সভাপতি ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলা সারুটিয়া ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, ঐতিহ্য ও প্রবীন-নবীন ছেলে মেয়েদের সাপ সম্পর্কে ধারনা দেওয়ার জন্য এই খেলার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়রা কালের বিবর্তণে হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাসী এই খেলা প্রতি বছরই আয়োজন করার দাবি করেন।
বিডি প্রতিদিন/৩ অক্টোবর ২০১৭/হিমেল