ঝালকাঠিতে র্যাব সদর দপ্তরের ২ দিনব্যাপাী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলার ৮টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিজস্ব ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জেলা জরিমানা করা হয়। এরমধ্যে ঝালকাঠির নলছিটিতে এক ডায়াগনষ্টিক সেন্টারের মালিককে কারাদন্ড ও অপর এক ডায়াগনষ্টিক সেন্টারের মালিককে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে র্যাব হেড কোয়াটারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গাউসুল আজমের নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে এ দন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তদের মধ্যে নলছিটির ইমা ডায়াগনষ্টিক সেন্টারের মালিককে ১ বছরের কারাদন্ড ও সেবা ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা এবং একই মালিকের সেবা ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউছুল আজমের নেতৃত্বে এ অভিযানকালে র্যাব -৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলমসহ উদ্ধর্তন কর্মকর্তরা সাথে ছিলেন।
অভিযানে এদের বিরুদ্ধে মেয়াদহীন রিএজেন্ট ব্যবহার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ডায়াগনষ্টিক সেন্টার পরিচালনাসহ বেশ কিছু গড়মিল পায় ভ্রাম্যমান আদালত। র্যাক-৮, বরিশাল এর উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্স জানিয়েছেন সাধারণ মানুষের হয়রানি বন্ধে র্যাবের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে সোমবার দিনব্যপাী ঝালকাঠিতে বিভিন্ন বেসরকারী ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের অভিযান চালিয়ে নিজম্ব ডাক্তার, প্রশিক্ষিত নার্স, অস্বাস্থকর পরিবেশ, লাইসেন্স সংক্রান্ত সমস্যাসহ বিভিন্ন অভিযোগে একং ৩টি হোটেলে অভিযান চালিয়ে মোট সাড়ে ৭লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সদর হাসপাতালের র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউছুল আজম এক প্রেস ব্রিফিং করে জানান, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যতক্ষন পর্যন্ত অনিয়ম থাকবে ততক্ষন পর্যন্ত এ অভিযান চলবে। নিজস্ব ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্রয়েজনীয় জনবল না থাকায় তাদের বিরুদ্ধে এ জরিমানা করা হয়। ভবিষ্যতে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/৩ অক্টোবর ২০১৭/হিমেল