হবিগঞ্জের বানিয়াচঙ্গে বজ্রপাতে দুই সহোদর নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগহাতা হাওরে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আক্কাছ আলী মিয়ার দুই ছেলে বাবুল মিয়া (২৬) ও ইরফান মিয়া (১৬)।
জানা যায়, ভোরে উপজেলার বাগহাতা হাওরে মাছ ধরতে যায় দুই সহোদর। সকাল ৮টার দিকে বৃষ্টি সাথে শুরু হয় বজ্রপাত। এক পর্যায়ে দুই সহোদরের উপর বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই দুই সহোদর নিহত হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বারবার মুর্চা যাচ্ছেন তাদের মা।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৭/আরাফাত