আজ থেকে চুয়াডাঙ্গায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে।
ভ্রাম্যমাণ বইমেলার সংগঠক দেলোয়ার হোসেন জানান, দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগে এই ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করা হয়েছে। এ বই মেলায় থাকবে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশি-বিদেশি সকল প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত ১০ হাজারের বেশি বিখ্যাত বই। থাকবে দেশি-বিদেশি লেখকদের বিভিন্ন বিখ্যাত উপন্যাস, গল্প, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, কবিতা, প্রবন্ধ, নাটক, জীবনীগ্রন্থসহ সবধরনের বই।
তিনি আরো জানান, প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। মেলা থেকে দর্শনার্থীরা তাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী বই কিনতে পারবেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ মেলা চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৭/হিমেল