নদীতে মা ইলিশ শিকারের অপরাধে বরিশালে চার জেলেকে কারাদণ্ড ও এক জেলেকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, বয়স কম হওয়ায় ৫ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এসময় ১০ হাজার মিটার জাল, ২০ কেজি ইলিশ জব্দ করা হয়।শনিবার সকালে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দণ্ডপ্রাপ্ত পাঁচ জেলের মধ্যে চারজনকে একবছর করে কারাদণ্ড ও একজনকে তিন হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ব্যাপারে মৎস্য অফিসের এ কর্মকর্তা আরও জানান, বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা মৎস্য অফিস, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। এসময় জেলা মৎস্য কর্মকর্তা ড. তপন কুমার পালসহ মৎস্য বিভাগ, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৪ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ