মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে শনিবার সকালে বিভিন্ন ব্রান্ডের ২৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পৃথিমপাশা ইউনিয়নের পূর্ব গণকিয়া গ্রামের পাহাড়িটিলা এলাকা থেকে এই মদগুলো উদ্ধার করে মুরইছড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল।
জব্দ হওয়া ভারতীয় মদের মধ্যে অফিসার চয়েজ ব্লু (৭৫০ মিলি) ১১টি, এমসি ডুয়েল নং-১(৭৫০ মিলি) ৯টি, এমসি ডুয়েল নং-১(৩৭৫ মিলি) ৪০টি, এমসি ডুয়েল নং-১(১৮০ মিলি) ৯২টি এবং হোয়াইট মিস চিফ(১৮০ মিলি) ব্রান্ডের ৯৩টি বোতল রয়েছে। জব্দ মদগুলোর বাজার মূল্য ৩ লাখ ৬৭ হাজার ৫শ’ টাকা বলে জানায় বিজিবি।
তবে মুরইছড়া বস্তি ও মুরইছড়ার ৩ মাদক ব্যবসায়ী ছিদ্দেক মিয়া (২৮) , সাইদ আলী (৩০) ও মহর আলী (৩৫) পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে মুরইছড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. আবুল খায়ের জানান, পলাতকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।
বিডি-প্রতিদিন/ ১৪ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ