নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বগুড়ায় জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে গুণী শিল্পীদের সম্মাননা দেওয়া হয়েছে। শুক্রবার রাতে জেলা শিল্পকলা মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়। বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম, জেলা কালচারাল অফিসার সাগর বসাক, পৌর কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সাদেকুর রহমান সুজন প্রমুখ।
২০১৫ সালের সম্মাননা প্রাপ্তরা হলেন- নাট্যকলায় প্রীতিকণা সরকার, কন্ঠসংগীতে আব্দুল কাদের, যাত্রাশিল্পে আবুল কাশেম, ফটো সাংবাদিকতায় আবুল কালাম আজাদ (ঠান্ডা আজাদ), যন্ত্রসংগীতে নিতাই চন্দ্রদাস।
২০১৬ সালের সম্মাননা পেয়েছেন- নাট্যকলায় অ্যাডভোকেট সৈয়দ সুলতান আলম, কন্ঠসংগীতে আশরাফুল ইসলাম, লোকসংস্কৃতিতে শুকুমার চন্দ্র মোহন্ত, যাত্রাশিল্পে আব্দুস জামান, চারুকলায় মমিনুল ইসলাম রেজা। আর নাট্যকলায় তৌফিক হাসান ময়না, কন্ঠসংগীতে নুরুল ইসলাম, লোকসংস্কৃতিতে কফিল উদ্দিন শেখ, যাত্রাশিল্পে মমতা বেগম। এছাড়া আবৃত্তিতে শান্ত মাহমুদ ২০১৭ সালের সম্মাননা পেয়েছেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীফ মজুমদার ও প্রিয়াংকা সেন। অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৭/হিমেল