কক্সবাজারের টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়া থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৫৫) নামের একজনকে আটক করেছে র্যাব। শনিবার ভোর রাতে জালিয়াপাড়ায় আনোয়ারের চা দোকানে ক্রয় বিক্রয়ের সময় ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আনোয়ার হোসেন (৫৫) টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকার আলী আহম্মদের ছেলে। আটকের পর তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কক্সবাজার র্যাব-৭ এর অধিনায়ক মেজর রুহুল আমিন।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৭/হিমেল