সিরাজগঞ্জের রায়গঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে একটি বাড়ি ও চারটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শনিবার দুপুরে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হায়দার শোভন ও পাঙ্গাসী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশেদ রায়হান জয়ের সাথে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার সকালে রাশেদ গ্রুপের লোকজন শোভনের পক্ষের সোহাগকে চকনুর বাজারে আটকে রেখে মারপিট করে। এ সংবাদ ছড়িয়ে পড়লে সোহাগকে ছাড়ানের শোভন দলবল নিয়ে চকনুর এসে হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুবুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৪ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ