চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপি এলাকায় অভিযান চালিয়ে ১৯টি হরিণের কস্তুরী ও ২২৬টি বিভিন্ন ধরনের মূল্যবান পাথর উদ্ধার করেছে ৬ বিজিবি’র সদস্যরা। শনিবার দুপুরে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিজিবি। উদ্ধার করা কস্তুরী ও পাথরের আনুমানিক মূল্য ৫৭ লাখ ৬৭ হাজার ৮০০ টাকা।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক কর্নেল মো. রাশিদুল আলম জানান, গোপন সূত্রে খবর পেয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ১৯টি হরিণের কস্তুরী ও ২২৬টি পাথর পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হরিণের কস্তুরী বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হতে দেরি হওয়ায় তথ্য প্রকাশে বিলম্ব হলো। উদ্ধারকৃত মালামাল কাস্টমসে জমা দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ