জনকল্যাণে রাজস্ব, উন্নয়নের অক্সিজেন রাজস্ব, সুখী স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। আজ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কর অঞ্চল খুলনা, সাতক্ষীরা সার্কেল-১৩ এর আয়োজনে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ফানুস ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন।
পরে আলোচনা সভায় কর অঞ্চল খুলনা’র যুগ্ম-কর কমিশনার মো. মঞ্জুর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার প্রমুখ। আলোচনা সভায় বক্তরা বলেন, আয়কর প্রদান করলে সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা বৃদ্ধি পায়। দেশের উন্নয়নে সকলকে আয়কর দেওয়ার আহবান জানান বক্তরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার