বরিশাল নগরীর সাগরদীতে প্রশাসনের হস্তুক্ষেপে একটি বাল্য বিয়ে বন্ধ হয়েছে। পরিনত বয়স হওয়ার আগেই গোপনে নোটারী পাবলিকের মাধ্যমে প্রেমিক ইমরানকে বিয়ের হলফনামা করেছিল কিশোরী আতিকা আক্তার (১৬)।
দুই পক্ষের অভিভাবকদের মধ্যে বিষয়টি জানাজানি হলে গতকাল শুক্রবার তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করে। কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয় কিশোরীর বিয়ে। আতিকার বয়স ১৮ বছর বয়স হওয়ার আগে বিয়ে না দেওয়ার মুচলেকা দিয়ে রক্ষা পান তার পিতা শহীদুল ইসলাম।
নগরীর সাগরদী শেরেবাংলা সড়কের বাসিন্দা শহিদুল ইসলামের মেয়ে আতিকা আক্তার ও একই এলাকার মজিবুর রহমানের ছেলে ইমরান হোসেন গত ১৩ আগষ্ট নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের হলফনামা করেন। জন্ম সনদপত্র অনুযায়ী আতিকার জন্ম তারিখ ২০০১ সালের ১৬ মে। সে হিসাবে তার বয়স ১৬ বছর।
এদিকে বিয়ের গোপন হলফনামার খবর জানতে পেরে দুই পক্ষের অভিভাবক গতকাল শুক্রবার বিকেলে সাগরদী ২৪ নম্বর ওয়ার্ড কাজী অফিসে আকদ্ অনুষ্ঠানের আয়োজন করেন। দুই পক্ষেরই আমন্ত্রিত অতিথিরা কাজী অফিসে উপস্থিত হন। স্থানীয়দের মাধ্যমে বাল্য বিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ন কবীর। পরে পুলিশকে মুচলেকা দিয়ে রক্ষা পায় উভয় পরিবার।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর