বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও তার শিশু ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী নিগার সুলতানা হীরা (২৪) আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (বগুড়া) আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আজ বেলা আড়াইটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের টিএমএসএস ফিলিং ষ্টেশন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা মো. নজরুল ইসলাম ও তার সাড়ে তিন বছরের শিশু ছেলে রফিউল ইসলাম নাফি। নিহত মানিকগঞ্জের ঘিওর উপজেলা সদরের মৃত নকিব উদ্দিনের ছেলে। তার মার নাম নূরজাহান বেগম।
বগুড়ার শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন রশিদ চৌধুরী জানান, পরিবার নিয়ে মোটরসাইকেল যোগে মো. নজরুল ইসলাম বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। উক্ত স্থানে পৌঁছালে ঢাকাগামী এসআস ট্রাভেলসের একটি এসি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হন।
স্ত্রী নিগার সুলতানা হীরাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে মহাসড়কের শেরপুর এলাকা থেকে শেরপুর থানা পুলিশের সহযোগিতায় ঘাতক বাসটিকে আটক করা হয়। তবে চালক ও চালকের সহকারীর ব্যাপারে কোন তথ্য দিতে পারেন নি এসআই হুমায়ন রশিদ চৌধুরী।
বিডি প্রতিদিন/এ মজুমদার