পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকাল দশটায় উপজেলা পরিষদ ক্যাম্পাসে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়। এরপর সমবায়ীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো.খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাপ্লাই এন্ড সেল সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান, বিআরডিবির ভাইস চেয়ারম্যান আখতাউর রহমান হারুন, প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, রিক্সাচালক সমবায় সমিতির সভাপতি এবিএম আব্দুল খালেক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো.তহিদুল ইসলাম।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর