বাংলাদেশের বিশিষ্ট লেখক ও সাংবাদিক কামাল লোহানী বলেছেন, পুঁজিবাদ নয়, সমাজতন্ত্রই মানবমুক্তির একমাত্র পথ।শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখা আয়োজিত অক্টোবর বিপ্লবের শতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র্যালির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
বেলা সাড়ে ১১টায় দিনাজপুর নাট্য সমিতি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য লাল পতাকা ও লাল ফেস্টুন হাতে নিয়ে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নাট্য সমিতি প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে নাট্য সমিতি মিলনায়তনে আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্কার্স পার্টি দিনাজপুর শাখার সভাপতি কমরেড আব্দুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো'র সদস্য মাহমুদুল হাসান মানিক। স্বাগত বক্তব্য রাখেন পার্টির জেলা সম্পাদক হবিবর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় নেতা কমরেড সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, দিনাজপুর নাগরিক উদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদ, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক মোসাদ্দেকুল ইসলাম মুকুল ও শ্রমিক নেতা বিমল আগারওয়াল প্রমুখ।
বিডি প্রতিদিন/০৪ নভেম্বর ২০১৭/আরাফাত