পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলয় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষক আলাউদ্দিন (রাজু) উপজেলার বিন্না মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। রাজবাড়ী গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী জবেদা বেগম বাদী হয়ে গতকাল রাতে স্বরূপকাঠি থানায় এ মামলা করেন।
জানা যায়, শিক্ষক রাজুর থেকে জবেদা বেগম এক হাজার টাকা ধার নেয়। সেই টাকার তাগাদার অযুহাতে শিক্ষক রাজু প্রায়ই জবেদাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এরপর গত ৩০ অক্টোবর রাতে জবেদা প্রাকৃতিক ডাকে সাড়া দিতে টয়লেটে গেলে রাজু সেখানে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে শিক্ষক রাজুকে ধরে ফেলে।
এ ব্যাপারে জবেদা বেগমের স্বামী জয়নাল আবেদিন বলেন, বিচারের জন্য আমরা ৪দিন অপেক্ষা করলেও তারা(মাদবরা) কোন বিচার না করায় আইনের সহায়তা নিয়েছি। এ ব্যাপারে থানার ওসি তদন্ত মো. শহিদুল ইসলাম বলেন, মামলা হয়েছে,আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার