পূর্ব পুরুষের আবাসস্থল বরিশাল নগরীর আরো উন্নয়ন দেখতে চেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শনিবার সকাল ১০টায় বরিশাল সিটি করপোরেশনে ভারপ্রাপ্ত মেয়র হাজী কেএম শহীদুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাতে এই আবদার করেন তিনি।
এ সময় বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বরিশালে তার পূর্ব পুরুষের বাড়ি (বিএম কলেজের সামনে)। এই শহরের ডগলাস বোডিংয়ে তিনি জন্মেছেন। এই শহরকে তিনি অত্যন্ত ভালোবাসেন। তিনি এই শহরের আরো উন্নতি দেখতে চান। ভারপ্রাপ্ত মেয়র শহীদুল্লাহও আগামী দিনে বরিশাল নগরী নিয়ে সুন্দর পরিকল্পনার কথা জানান।
এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবুল কালাম, উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, ওয়ার্ড কাউন্সিলল এসএম জাকির ও এনামুল হক বাহার সহ সিটি করপোরেশনের কাউন্সিলর-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তিনি বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে বরিশালের সুধীজনদের সাথে মতবিনিময় করেন। এ সময় বরিশালের সিনিয়র নাগরিক প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল অতিথিকে উদ্দেশ্যে করে বলেন, আপনি বরিশালের মানুষ ছিলেন। এখন বরিশালে না থাকলেও এই শহর ঘিরে যদি আপনার যদি কোন উন্নয়ন পরিকল্পনা থাকে, তাহলে আপনি ভূমিকা রাখুন- এটা বরিশালের মানুষ প্রত্যাশা করে। তিস্তা চুক্তি বাস্তবায়নে ভ‚মিকা রাখার জন্যও বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানান মানবেন্দ্র বটব্যাল। অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের আরেক সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবুল কালাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বরিশালের উপ পুলিশ কমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেচুর রহমান, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, খেলা ঘর সভাপতি জীবন কৃষ্ণ দে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ ও মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
১৯৪৫ সালের ৩০ আগস্ট বরিশালের ডগলাস বোডিংয়ে জন্ম গ্রহন (রেজিস্ট্রেশন নম্বর ১৪৫০) করেন বিমান বন্দোপাধ্যায়। ৪৮ সালে দেশভাগের সময় স্ব-পরিবারে ভারতের কোলকাতায় চলে যান তারা। তার বাবা প্রাণতোষ বন্দ্যোপাধ্যায় এবং ঠাকুর দা সতীশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় বরিশালে আইন পেশায় যুক্ত ছিলেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর