‘সাহিত্য হোক সময়ের পথচলা' এই স্লোগানে নেত্রকোনায় অনুষ্ঠিত হল সাহিত্য উৎসবে পুরস্কার বিতরণী। আজ বিকাল ৪টায় মোক্তারপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে মাসিক নেত্রের আশা সাহিত্য পত্রিকা ও দৈনিক মুক্তির আশা অনলাইন পত্রিকার প্রতিষ্ঠাতা পরিচালক। মাসিক নেত্রের আশা সাহিত্য পত্রিকার উপদেষ্টা ননী গোপাল সরকার অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। মুখ্য আলোচক ছিলেন বুদ্ধিজীবি ও প্রাবন্ধিক যতীন সরকার। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, প্রেসক্লাব সম্পাদক শামলেন্দু পাল, আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক নূরেজা আশা, সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, উদীচীর সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান, প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি তানভীর জাহান চৌধুরী, ছড়াকার লিয়ন হায়দার ও দীপক সরকার প্রমুখ। অনুষ্ঠানে ছড়া ও কবিতায় চারজনকে সন্মাননা প্রদান করা হয়। সাহিত্য অনুষ্ঠানে নেত্রকানা জেলা ও জেলার বাইরের বিভিন্ন জেলার কবি, সাহিত্যিক ও ছড়াকারগণ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার