কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় তাজুল ইসলাম বেপারী (৭০) নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে কিশোরগঞ্জ-নিকলী সড়কের কড়িয়াইল নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাজুল কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউপির গাগলাইল গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই এলাকা থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তাজুল বেপারী। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর ২০১৭/হিমেল