নড়াইলে শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার চারটি থানায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় ৪৪ জনকে গ্রেফতার করেছে পুণিশ। এসময় ৬৬ পিস ইয়াবা ও চার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জেলা পুলিশ কন্ট্রোলরুম জানিয়েছে, এই অভিযানে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত জিআর মামলার ২২ জন, সিআর মামলার ১২ জন, সাজাপ্রাপ্ত চারজন, মাদক ব্যবসায়ী চারজন ও বিভিন্ন ধারায় আরও দু’জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/ ০৫ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ