কুষ্টিয়ায় দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে উজ্বল হোসেন (২৫) নামে এক বাংলাদেশি চোরাকারবারী আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
উজ্জ্বল জামালপুর গ্রামের ইউনুচ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাতে একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের একদল চোরাকারবারী ভারত থেকে মাদকদ্রব্য নিয়ে আসছিল। টের পেয়ে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মরুটিয়া থানার ৪৩ বিএসএফ অধিনস্থ রানীনগর ক্যাম্পের টহল দল চোরাকারবারীদের লক্ষ করে গুলি ছোঁড়ে। গুলিতে চোরাকারবারী উজ্বল হোসেন ডান হাতে গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে অজ্ঞাত স্থানে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর ২০১৭/হিমেল