“ওয়ার্কচার্জ অভিশাপ, জাতীর বিবেক জাগরে জাগ” এ শ্লোগান নিয়ে লক্ষ্মীপুরে বিক্ষোভ, কর্মবিরতি ও প্রতিবাদ সভা করেছে সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক কর্মচারীরা। রবিবার চাকুরী নিয়মিত করার দাবিতে এসব কর্মসূচি পালন করে তারা। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বাংলাদেশ সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা সংসদ এর আয়োজনে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত লক্ষ্মীপুর সড়ক ভবনের সামনে এসব কর্মসূচি পালন করে তারা।
এসময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা সংসদের সভাপতি মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক মনোয়ারুজ্জামান প্রমুখ।
দাবি আদায় না হলে পর্যায়ক্রমে মানববন্ধন, স্বারকলিপি প্রদান, সড়ক ভবনে পূর্ণ দিবস কর্ম বিরতি পালনসহ কাফনের কাপড় নিয়ে ঢাকায় অবস্থান ধর্মঘট পালন করা হবে বলে কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা জানান বক্তারা।
বিডি-প্রতিদিন/ ০৫ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ