লক্ষীপুরে অস্ত্রসহ কাজী নিজাম উদ্দিন (৪২) নামের একজনকে আটক করেছে র্যাব-১১। শনিবার মধ্যরাতে চন্দ্রগঞ্জ থানাধীন ইউসুফপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কাজী নিজাম উদ্দিন স্থানীয় মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র নিয়ে সন্ত্রাসী কাজী নিজাম অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব লক্ষ্মীপুর ক্যাম্পের সিনিয়র এএসপি মোঃ জসিম উদ্দিন চৌধুরী এর নেতৃত্তে অভিযান চালিয়ে তাকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়। এসময় তার কাছ থেকে উন্নতমানের একনলা বন্দুক ও ১ টি তরোবারি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রসমূহের কোন বৈধ লাইন্সেস কিংবা কাগজ পত্র প্রদর্শন করতে না পারায় তাকে হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর ২০১৭/হিমেল