মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে রবিবার সকাল ১০টার দিকে ৭ হাজার কেজি জাটকা ইলিশসহ একজনকে আটক করেছে র্যাব। পরে আটককৃত ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, রবিবার সকালে একটি ওষুধ সরবরাহকারী কার্ভাড ভ্যানের ব্যানার টাঙিয়ে বিপুল পরিমান জাটকা ইলিশ পাচার হচ্ছিল। এই গোপন সংবাদের ভিত্তিতে র্যাব কার্ডাভ ভ্যানটিকে আটক করে। পরে সেখানে থেকে প্রায় ৭ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এ সময় কার্ভাড ভ্যানের ড্রাইভার বাবুল মিয়াকে আটক করা হয়।
পরে সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন ভ্রাম্যমাণ আলাদতের মাধ্যমে ৩ মাসের জেল ও ১ লাখ টাকা জরিমানা করেন। আটককৃত বাবুল মিয়া পটুয়াখালী জেলার তিতকাটি গ্রামের ছৈয়াল আকনের ছেলে। পরে মাছগুলো জেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন