জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড’ হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেয়ায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ আনন্দ র্যালি করেছে। রবিবার কলেজ অধ্যক্ষ প্রফেসর আবু তাহেরের নেতৃত্বে র্যালিটি কলেজের হৃদয়ে বঙ্গবন্ধু ম্যুরাল হয়ে কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় আরো উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা, শিক্ষক পরিষদের সম্পাদক ড. রাজু আহম্মেদসহ কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
র্যালি পরবর্তী বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে সংস্থাটির মহাপরিচালক ইরিনা বোকোভা এক বিজ্ঞপ্তিতে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্বালাময়ী ওই ভাষণটিকে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ (প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে ঘোষণা করেন। এতে আমরা অনেক আনন্দিত ।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর ২০১৭/হিমেল