ঝিনাইদহে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এসয় ৭৯ জনকে আটক করা হয়। জেলার ছয় উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ঝিনাইদহ পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শরিফুল হক জানান, সদর থানা থেকে ৩১ জন, শৈলকুপা থেকে ২৩ জন, হরিণাকুণ্ডু থেকে ৫ জন, মহেশপুর থেকে ৯ জন, কালীগঞ্জ থেকে ৭ জন ও কোটচাঁদপুর থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।
বিশেষ শাখার ভারপ্রাপ্ত এ কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৫ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ