নায়ারণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমানের কেজি গাঁজাসহ মো. রফিকুল ইসলাম রফিক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের এসওরোড দুয়েল চত্বর এলাকা থেকে এসআই জাহাঙ্গীর আলম তাকে গ্রেফতার করে। এসময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুস সাত্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম মাদক ব্যবসায়ী রফিককে গাঁজাসহ গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৭/মাহবুব