মেহেরপুরের গাংনীতে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে রাফিউজ্জামান (১১) নামের এক স্কুলছাত্র আহত হয়েছে।
রবিবার বেলা আড়াইটার সময় উপজেলার সিমান্তবর্তী তেঁতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
রাফিউজ্জামান তেঁতুলবাড়িয়া গ্রামের আকামত হোসেনের ছেলে ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
বাড়ির মালিক ও মেহেরপুর জেলা জজ কোর্টের আইনজীবী মোশাররফ হোসেন জানান, বাড়ির এক পার্শ্বে পরিত্যক্ত ঘোলা ঘরে (ধান রাখার স্থান) হাঁস পালন করা হয়। প্রতিদিনের ন্যায় তার ভাতিজা রাফিউজ্জামান পালিত হাঁসের ডিম সংগ্রহ করতে গিয়ে গোলা ঘরের মধ্যে একটি কৌটা দেখতে পেয়ে সেটা হাতে নিতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে রাফিউজ্জামানের চোঁখসহ বিভিন্ন অংশে আঘাত লাগে। পরে আহত তাকে উদ্ধার করে প্রথমে সন্ধানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
তিনি আরও বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে বোমাটি রাখা হতে পারে।
এবিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতের আটক করা হবে।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৭/মাহবুব