অগ্রহায়ণ মাস এলেই প্রান্তর জুড়ে হিমেল বাতাসে সোনালী ধানের দোল, মনের আনন্দে কৃষকরা গোলায় ধান ভরা, ঘরে ঘরে নতুন ধানের চাল দিয়ে তৈরি পিঠা পায়েসের মৌ-মৌ গন্ধে সুভাশিত হয়ে উঠতো। কালের পরিক্রমায় এখন আমরা ঐতিহ্য ভুলে অন্ত:সারশূন্য আধুনিক হতে চেষ্টা করি। আমরা যুগের সাথে- প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলবো, তবে নিজের ঐতিহ্য ভুলে নয়।
বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী গ্রামে নবান্ন উৎসব উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম এ কথা বলেন। আলোচনা সভার শুরুতে অতিথিরা ধানী জমিতে নেমে ধান কাটেন ও ধান মাড়াইয়ে অংশগ্রহণ করেন।
আঞ্চলিক কৃষি কর্মকর্তা দিলিপ কুমার অধিকারীর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো:মনিরুজ্জামান তালুকদার, আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. শাহিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সামছুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ আক্তার, আমড়াতলী ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক। সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মহিউদ্দিন মজুমদারসহ আমড়াতলী ইউনিয়নের শতাধিক কৃষক।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন