মাদক ও বাল্য বিয়েকে না বলতে নেত্রকোনায় ব্যাতিক্রমী উদ্যোগ। জনসচেতনতা সৃষ্টিতে আজ সকালে নেত্রকোনা শহরের ইসলামপুর ইয়ুথ গ্রুপ এক সাইকেল র্যালির আয়োজন করে। সকাল সাড়ে ৯ টায় পৌর শহরের মালনী চন্দ্রনাথ ডিগ্রি কলেজ মাঠ থেকে র্যালিটি বের হয়।
নারী প্রগতি সংঘের সহযোগিতায় “মাদক ও বাল্য বিয়েকে না বলুন” এই স্লোগানে পুরো শহরে শতাধিক ছেলে-মেয়ে সাইকেল র্যালি করে। এ সময় তারা জনসচেতনতামূলক বিভিন্ন স্লোগান দিতে থাকে। র্যালিটি ছোটবাজার, বড় বাজার, মোক্তারপাড়া প্রেসক্লাব মোড়, শহীদ মিনার সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চন্দ্রনাথ কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এর আগে সকাল সাড়ে ৯ টায় সাইকেল র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী। র্যালিতে বিভিন্ন স্কুল-কলেজের প্রায় শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার