যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী ফরিদুল ইসলামের বাসভবনে বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে।
এই বোমা হামলার কিছুক্ষণ আগে দুর্বৃত্তরা মোবাইল ফোনে তাকে হুমকি দেন বলে জানান কাজী ফরিদুল ইসলাম।
তিনি বলেন, বুধবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে দুর্বৃত্তরা তার যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের তিনতলা বাসভবনটি লক্ষ্য করে একটি বোমা ছুড়ে মারে। বোমাটি তার বিল্ডিংয়ের দোতলার ড্রপওয়ালে বিস্ফোরিত হয়। তবে এতে জানমালের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
ফরিদুল ইসলাম বলেন, একজন জজের বিরুদ্ধে যশোর আইনজীবী সমিতিতে আন্দোলন চলছে। দুর্বৃত্তরা মোবাইল ফোনে তাকে এই আন্দোলনের কথা বলে দেখে নেওয়ার হুমকি দেন। এর কিছুক্ষণ পরই বোমাটি বিস্ফোরিত হয়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন যশোর উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহিম হাওলাদার। তিনি সাংবাদিকদের বলেন, আইনজীবী নেতা কাজী ফরিদুল ইসলামের বাড়ির পাশের রাস্তায় কে বা কারা একটি ককটেল ফুটিয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৭/মাহবুব