দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেইপ) আয়োজনে জেলা প্রশাসক সভা কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, সদর উপজেলা নির্বাহী অফিসার আসলাম মোল্লা, উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের কো-অরডিনেটর জিয়াউদ্দিন, ইএসডিও এর শাহারিয়ার মাহামুদ প্রমুখ।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামটি বাস্তবায়ন করছে ঠাকুরগাঁওয়ে। কর্মশালায় সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান ও বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, শিল্প প্রতিষ্ঠানের চাহিদার আলোকে বেসরকারি পর্যায়ে ১২টি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সরকারি পর্যায়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসহ কয়েকটি মন্ত্রণালয়ে আওতাধীন বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও বাংলাদেশ ব্যাংক এসএমই বিভাগ তাদের সহযোগি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষন কার্যক্রমটি বাস্তবায়ন করছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার