পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পালিত হয়েছে সিডর দিবস। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে সৈকতে মোমবাতি প্রজ্জ্বলন, নিরবতা পালন ও দোয়া-মোনাজাত আনুষ্ঠিত হয়। বুধবার রাতে ট্যুরিস্ট বোট মালিক সমবায় সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় ট্যুরিস্ট পুলিশ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ আগত পর্যটকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে 'সিডর' নামের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূলীয় এলাকায় আঘাত হানে। এতে নারী-পুরুষ, শিশুসহ অনেকের প্রানহানির ঘটনা ঘটেছে। তাদের স্মরণে এ কর্মসূচি পালন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার