পটুয়াখালী থেকে ঢাকা পাচারের চেষ্টকালে বরিশালে ৩টি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫০ মণ জাটকা উদ্ধার করেছে নৌ-পুলিশ। পটুয়াখালী-বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর দপদপিয়া সেতুর টোলপ্লাজায় বুধবার রাতে নৌ পুলিশের চেকপোস্টে এই জাটকা উদ্ধার করা হয়। জব্দ হওয়া জাটকা সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
বরিশাল নৌ সদর থানার ওসি বেল্লাল হোসেন জানান, বুধবার রাতে পটুয়াখালী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে জাটকা পাচারের গোপন সংবাদ পেয়ে নৌ-পুলিশ দপদপিয়া সেতুর টোলপ্লাজায় চেকপোস্ট স্থাপন করে। এক পর্যায়ে ঢাকাগামী যাত্রীবাহী মেঘনা, অন্তরা ও বেপারি পরিবহন নামে ৩টি বাস তল্লাশি করে ৩০ টি ব্যারেলে রাখা ৫০ মণ জাটকা উদ্ধার হয়। তবে জাটকার সাথে কাউকে আটক করা যায়নি। যাত্রীদের কথা বিবেচনা করে বাসগুলো ছেড়ে দেয়া হয়। জব্দকৃত জাটকাগুলো আজ সকালে নৌ-পুলিশ ফাঁড়িতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতে বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার