চুয়াডাঙ্গা জেলা শাহরের খানাখন্দে ভরা প্রধান সড়ক অভিলম্বে নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বিডিক্লিন নামের শিক্ষার্থীদের একটি সংগঠন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বর থেকে টার্মিনাল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক হাজারো খানাখন্দে ভরা। ইতিমধ্যেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ২০১৪ সালে টেন্ডারের মাধ্যমে সড়কটি নির্মাণের উদ্যোগ নেয়া হলেও নানা অজুহাতে ঠিকাদারি প্রতিষ্ঠান কালক্ষেপন করছে। অবিলম্বে সড়কটির নির্মাণ সম্পন্ন করার দাবি জানান বক্তারা।
মানববন্ধন শিক্ষার্থীরা সদস্যরা চুয়াডাঙ্গা পৌর মেয়রের সাথে সাক্ষাৎ করে। এসময় পৌর মেয়র বলেন, সড়কটি সড়ক ও জনপথ বিভাগের করার কথা। এ বিষয়ে সর্বশেষ অবস্থা জেনে দ্রুত এটি নির্মাণের সড়ক বিভাগকে সহযোগিতা করা হবে।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ