কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান ভর্তি আট লক্ষাধিক টাকার মূল্যের সেগুন কাঠ পাচারকালে চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার পালকি সিনামা হলের সামনে থেকে তাদেরকে আটক করে কুমিল্লা জেলা সামাজিক বন বিভাগ। বৃহস্পতিবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, চট্টগ্রাম বহদ্দারহাট উপজেলার বদি আলমানি শোলক বহর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ খোকন (৩১), ভোলার শিবপুর উপজেলার মধ্য রতনপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে কাভার্ডভ্যান চালক মঞ্জুর আলম (২১) এবং তার সহযোগী ভোলার বোরহান উদ্দিন উপজেলার টবঘী গ্রামের ফারুক মিয়ার ছেলে মোঃ ফয়েজ উল্লাহ (২১)।
কুমিল্লা জেলা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান জানান, কাভার্ডভ্যানে সেগুন কাঠ পাচারকালে তাদেরকে চান্দিনা থেকে বুধবার আটক করা হয়েছে। কাঠগুলো অবৈধ ভাবে চট্টগ্রাম থেকে ঢাকায় পাচার করছিল। কাঠের পরিমাণ ৪৩৬ খণ্ডে ৫৮৩.২১ ঘনফুট। যার বাজার মূল্য ৮ লক্ষ ৭৪ হাজার ৮১৫ টাকা।
এ ব্যাপারে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট বন আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানের সময় বন বিভাগের কর্মকর্তা হাফেজ আহম্মেদ, দীলিপ কুমার দাস, এ কে এম লুৎফল্লাহ, আবদুল গফুর ও মো আহছানুজ্জামান উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ