আবহমান কাল ধরে নবান্ন উৎসব পালন করা বাঙ্গালী জাতির ঐতিহ্য। অগ্রহায়ণ এলেই ওই উৎসবে মেতে ওঠেন তারা। ময়মনসিংহের ফুলপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিবারের ন্যায় এবারও ঐতিহ্যবাহী নবান্ন উৎসব পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাহাপুর গ্রামে মাঠের ধান কাটার মধ্য দিয়ে ওই উৎসবের উদ্বোধন করা হয়।
নবান্ন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সুকল্প দাস, উপ-সহকারী কৃষি অফিসার মমতাজ উদ্দিন, সাংবাদিক এম এ মান্নান, এসএপিপিও দেলোয়ার হোসেন, কৃষক নুরুল আমিন, সাইফুল ইসলাম প্রমূখ।
আদর্শ কৃষক নুরুল আমিনের হরিধানের খেত থেকে ধান কেটে বাড়িতে নেওয়ার পর মাড়াই কাজেও কৃষকদের সাথে অংশ নেন ইউএনও। এরপর শুরু হয় পিঠা উৎসব। বেগুন ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, সরিষা ভর্তা ও শুঁটকি ভর্তা দিয়ে মেরা পিঠা খাওয়ার ধুম পড়ে। সাথে ভাঁপা পিঠা, তেলের পিঠা, পুলি পিঠা, নুডুলস, সেমাই ইত্যাদি দিয়ে টেবিল ছিল ভরপুর। গ্রামের কৃষকরা এতে অংশ নেন।
এরপর ওই ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মমতাজ উদ্দিনের অনুরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহাপুরের কৃষকদের চালা কম্পোস্ট, বার্মি কম্পোস্ট, আদর্শ বীজতলা ও কৃষিজ বিভিন্ন স্পট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ