রাঙামাটি প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রাঙামাটি প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট সুলতানা পারভীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পিটিআই এর ইন্সট্রাক্টর পার্থ প্রতীম চৌধুরী, ইন্সট্রাক্টর শ্যামল বড়–য়া, ইন্সট্রাক্টর এমরানুল ইসলাম মানিক ও প্রশিক্ষণার্থী শিক্ষক রাশেদুজ্জামান তালুকদার প্রমুখ ।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, এ পার্বত্যাঞ্চলের উন্নয়ন মূলমন্ত্র হচ্ছে শিক্ষা। কারণ শিক্ষিত জাতি উন্নত দেশ গড়তে পারে। বর্তমান সরকার পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিজ মাতৃভাষায় পড়া-লিখার সুযোগ করে দিয়েছে। তাদের জন্য পর্যাপ্ত পাঠ্যবই প্রকাশ করা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়ারও প্রয়োজন রয়েছে। সুস্থ দেহ ও সুস্থ মন বজায় রাখতে ক্রীড়ার কোন বিকল্প নেই। এছাড়া ক্রীড়া ক্ষেত্রেও পার্বত্যাঞ্চলের শিক্ষার্থীরা অনেক সুনাম অর্জন করেছে। তাই প্রতিটি বিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায়ও মনোনিবেশ করার উপর গুরুত্বারোপ করতে হবে।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থী শিক্ষকদের মাঝে অতিথিরা পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।
বিডিপ্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৭/ ই জাহান