সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকা থেকে শুক্রবার সকালে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ১২ কেজি রূপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে কুশখালি বিজিবি ক্যাম্পের হাবিলদার আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বিজিবি সদস্যরা ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় চটের ব্যাগে মোড়ানো সাড়ে ১২ কেজি রূপা জব্দ করা হয়। রূপাগুলো চোরাকারবারীরা ভারত থেকে পাচার করে নিয়ে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ