পঞ্চগড়ে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে শিক্ষক, মুক্তিযোদ্ধা ও ইউপি সদস্যসহ ৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে জেলার পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
এরা হলেন বোদা উপজেলার কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের সুইপাহাড় এলাকার মুক্তিযোদ্ধা আছির উদ্দিন, পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের মুক্তিযোদ্ধা লোলিত চন্দ্র, ওই ইউনিয়নের ইউপি সদস্য রবিউল ইসলাম, বোসপাড়া এলাকার শিক্ষক তুহিনুর ইসলাম তুহিন, টুনিরহাট এলাকার ব্যবসায়ী সিদ্দিকুর রহমান এবং চাকলাহাট ইউনিয়নের কহুরুহাট এলাকার পুতুল মেম্বার। সম্মানিত এসব ব্যক্তির অবৈধ কাজে জড়িয়ে পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরে পুলিশ আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী প্রত্যেককে ১শ' টাকা করে জরিমানা করেন।
বিডি প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৭/হিমেল